নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্তিশগড় সফর নিয়ে এবার বার্তা দিলেন কংগ্রেস নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী সাড়ে চার বছর ধরে আসেননি। এই সফরটি নির্বাচনের ঠিক আগের সফর। প্রধানমন্ত্রী তার মেয়াদে ছত্তিশগড়কে সময় দেননি। তার আগমন উত্তেজনা এবং কৌতূহল সৃষ্টি করছে। তাছাড়া রাজনৈতিক ভাবে আমি সবসময় বিশ্বাস করি যে এটি এতটা গুরুত্বপূর্ণ নয় কারণ তিনি সাড়ে চার বছর পর আসছেন। তিনি যদি ছত্তিশগড়ের সাথে ধারাবাহিক ভাবে কাজ করতেন এটি একটি পার্থক্য তৈরি করত। তিনি আসছেন এবং শীঘ্রই চলে যাবেন, তিনি অতিথি হয়ে আসছেন"।