নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে বিরাট সুখবর। শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সরকার দিওয়ালি বোনাস ঘোষণা করতে পারে। গত বছর সরকার ১,৮৩২ কোটি টাকা দিওয়ালি বোনাস দেয় তার কর্মীদের। ১১ লাখেরও বেশি কর্মচারীকে ৭৮ দিনের বেতনের ভিত্তিতে ১৭,৯৫১ টাকা দিওয়ালি বোনাস দেওয়া হয় তখন। এখন জানা যাচ্ছে যে রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশন এবার রেলওয়েকে চিঠি দিয়েছে যে কর্মীদেরকে বোনাস ৭ম বেতন কমিশনের ভিত্তিতে দিতে হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনেক আগেই কার্যকর হয়ে গেছে। কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে নির্ধারিত ন্যূনতম মজুরির ভিত্তিতে কর্মীদের পারফরম্যান্স লিঙ্ক বোনাস দেওয়া তারা মানছে না। এবার তারা নতুন সুপারিশের ভিত্তিতে বোনাস চাইছে। তাই রেলের কর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বোনাস পাওয়ার জন্য। ৭ম বেতন কমিশনের ভিত্তিতে প্রাপ্ত বোনাস একটি বড় সুবিধা তাদের কাছে এই পুজোর মরশুমে।