নিজস্ব সংবাদদাতা: পরিশোধিত সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করল উপভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়। এর ফলে এক লাফে সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমে ১২.৫ শতাংশ হল। ভোজ্য তেলের দাম কমাতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। এই সিদ্ধান্ত ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানাল কেন্দ্রীয় সরকার। শীঘ্রই দেশীয় সংস্থাগুলি সয়াবিন এবং সানফ্লাওয়ার তেলের দাম কমাতে পারে বলে মনে করা হচ্ছে।