নিজস্ব সংবাদদাতা: অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। মনে করা হচ্ছে যে কর্মচারীদের আন্দোলনকে স্বাগত জানিয়ে খুব শীঘ্রই ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিয়ে দেবে নরেন্দ্র মোদীর সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বিগত ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা জমা করা হবে।
প্রতি বছর দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দেওয়া হয়। এবারও সেই প্রক্রিয়ার ব্যতিক্রম হবে না বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, শুধু মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নয়, করোনা মহামারির কারণে বাকি থাকা ১৮ মাসের মহার্ঘ ভাতা নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে সরকারি ভবন। সেক্ষেত্রে প্রত্যেকটি সরকারি কর্মচারীর একাউন্টে প্রায় ২ লক্ষ ১৮ হাজার টাকা ঢুকবে বলে অনুমান করা হচ্ছে। যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর পান, সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ লাভবান হবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় ৬৩ লাখ অ্যাক্টিভ কর্মচারী এবং ৩৭ লাখের মতো পেনশন ভোগী কর্মচারী এই সুবিধা ভোগ করছেন।
আবার শোনা যাচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কেন্দ্রীয় সরকার।