নিজস্ব সংবাদদাতা: মোদী সরকার কি পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনতে পারে? কেন্দ্রীয় সরকারের কর্মীরা বারবার দাবি করে আসছিল নয়া পেনশন নীতিকে বাদ দিয়ে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার। কংগ্রেস শাসিত বহু রাজ্য তাদের কর্মচারীদের জন্য পুরনো পেনশন এনেছে।
পুরনো পেনশন ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনার করতেই প্রধানমন্ত্রী মোদী আগামী শনিবার কর্মচারী নেতাদের নিয়ে বৈঠকে করবেন। সেই আমন্ত্রণপত্রে এই বিষয়ে আলোচনার কথা লেখা আছে।
মোদী সরকার কেন এখন পুরনো পেনশন স্কিম ফেরাতে চাইছে?