মধ্যবিত্তদেরও বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল

সকল ভারতীয়র মাথার উপর যাতে ছাদ থাকে, সেই লক্ষ্যেই ‘সকলের জন্য আবাসন’ প্রকল্প গ্রহণ করেছে মোদী সরকার। যার আওতায় রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহুরে এবং গ্রামীণ দুই প্রকল্পই)। ইতিমধ্য়েই এই প্রকল্পের আওতায় ৩ কোটি গরীব মানুষকে বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। এবার শুধু গরীব নয়, ২০২৪-২৫ সালের বাজেটে মোদী সরকার মধ্যবিত্তদেরও বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল।

মধ্যবিত্তদের ‘নিজের বাড়ি’র স্বপ্ন পূরণের এই প্রকল্প আনা হবে

কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ভাড়া বাড়িতে যাঁরা থাকেন এবং বস্তি বা অননুমোদিত কলোনিতে যাঁরা থাকেন, তাঁদের নিজস্ব বাড়ি কেনা বা নির্মাণের জন্য একটি আবাসন প্রকল্প চালু করবে মোদী সরকার। সরকারের ‘সকলের জন্য আবাসন’ অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখেই, মধ্যবিত্তদের ‘নিজের বাড়ি’র স্বপ্ন পূরণের এই প্রকল্প আনা হবে।