২০২৫ সালে কবে কবে সরকার দিচ্ছে ছুটি? তালিকা দিল মোদী সরকার

রইল সেই তালিকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
holiday3

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জন্য সরকারি ছুটির (গেজেটেড ছুটি) এবং সীমাবদ্ধ ছুটির (সীমাবদ্ধ ছুটির দিন ২০২৫) তালিকা সামনে আনল। এই তালিকা অনুযায়ী, মোট ১৭টি গেজেটেড এবং ৩৪টি সীমাবদ্ধ ছুটি পাবেন কর্মীরা। সরকারি ক্যালেন্ডারে গেজেটেড ছুটির অর্থ হল বাধ্যতামূলক ছুটি।

সীমাবদ্ধ ছুটির একটি বিকল্প ছুটি হিসেবে ধরা হয়। সেটা কর্মচারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ছুটি নিতে পারেন। সরকারের জারি করা ছুটির ক্যালেন্ডার সব সরকারি অফিসের ক্ষেত্রে কার্যকর হয়।

১৭টি প্রধান গেজেটেড ছুটির তালিকা দেখে নিন যা কেন্দ্র সরকারি অফিসগুলির জন্য বাধ্যতামূলক হবে: 

প্রজাতন্ত্র দিবস

স্বাধীনতা দিবস

মহাত্মা গান্ধী জয়ন্তী

বুদ্ধ পূর্ণিমা

বড়দিন

দশেরা (বিজয়াদশমী)

দিওয়ালি (দীপাবলি)

শুভ শুক্রবার

গুরু নানক জয়ন্তী

ঈদুল ফিতর

ঈদুল জুহা (বকরীদ)

মহাবীর জয়ন্তী

মহরম

ঈদ-ই-মিলাদ (নবী মোহাম্মদের জন্মদিন)