নিজস্ব সংবাদদাতা: করোনা মহামারীর পর থেকেই কেন্দ্র সরকার দেশবাসীর জন্য রেশন ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নিয়েছে। আপনি যদি সরকারের রেশন ব্যবস্থার সুবিধা পান তাহলে আপনার জন্য আজকের এই আপডেট খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করে দিয়েছে মোদী সরকার। আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক না করলে আপনি আর রেশনের সুবিধা পাবেন না। তবে এই আধার ও রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়ে দিয়েছে সরকার। আগে এই লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর। বিপুল সংখ্যক লোক এখনও এই কাজটি করতে পারেনি বলে তারিখটি এখন ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে এই কাজ শেষ না করলে আর বিনামূল্যে চাল-গম পাবেন না। রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে রেশন কার্ড সাময়িকভাবে বাতিল করে দেওয়া হতে পারে।