Big News: ৪০ টাকা হয়ে গেল টমেটো! বিরাট সিদ্ধান্ত

প্রায় গোটা দেশে টমেটোর মূল্যবৃদ্ধির পরই কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে বড় নির্দেশ দেয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
tomatopricehike.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৭০-৮০ টাকা নয়, ১৫ আগস্ট থেকে ৫০ টাকাতেই পাওয়া যাবে টমেটো। মধ্যবিত্তের হেঁষেলে স্বস্তি ফেরাতে গত ১৪ আগস্ট এমন ঘোষণা করে মোদি সরকার। এবার কেন্দ্র জানাল যে আরও কমানো হচ্ছে টমেটোর দাম। আগামী ২০ আগস্ট থেকে প্রতি কেজি টমেটো কিনতে খরচ হবে ৪০ টাকা। জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন (NCCF) এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের (NAFED) তরফে উপভোক্তা বিষয়ক বিভাগকে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে বলা হয়েছে। আসলে পাইকারি বাজারে টমেটোর মূল্য কমতে শুরু করেছে বলেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। সরকারের আশা, যেখানে টমেটোর দাম প্রতি কেজি প্রায় ৩০০ টাকা হয়ে যায় সেখানে এই উদ্যোগ অনেকটাই স্বস্তি দেবে সাধারণ মানুষকে।