নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এর আগে একাধিকবার সংসদেই মোদী সরকার জানিয়েছিল যে এই বকেয়া ডিএ আর দেওয়া হবে না। তাই চিন্তা ছিল সরকারি কর্মীদের মনে।
মার্চ মাসের বেতনের সঙ্গেই বর্ধিত হারে ডিএ দেওয়া হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারির বকেয়া মহার্ঘ ভাতাও পেয়েছেন কর্মীরা। ফের শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী জানুয়ারিতে ডিএ ৫০ শতাংশে পৌঁছেছে। জুলাইতে ফের বেড়ে যেতে পারে ভাতা। ৪ শতাংশ নাকি ৫ শতাংশ বাড়বে সেটাই হল প্রশ্ন। অনুমান, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ভাতা একলাফে ৫ শতাংশ বাড়তে পারে।