নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে আবার 'এক দেশ এক ভোট' নীতি কার্যকরের পক্ষে তত্পর হয়ে উঠল নরেন্দ্র মোদী সরকার। ওই নীতি কার্যকরের দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রের কয়েক দফা আলোচনা হয়েছে বলে জানা গেছে। সেই আলোচনার ভিত্তিতে 'এক দেশ এক ভোট' নীতি কার্যকরের দিশা খুঁজতে একটি কমিটি তৈরী করে মোদী সরকার। এবার জানা গেল যে সেই কমিটির নেতৃত্ব দেবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বিল পাশ করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ অধিবেশনেই রাষ্ট্রপতি কোবিন্দের নেতৃত্বে কমিটি রিপোর্ট পেশ করতে পারে।