কেন্দ্রশাসিত অঞ্চলে পাঁচটি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত মোদী সরকারের

নয়া সিদ্ধান্ত নিল সরকার।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
r

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রশাসিত অঞ্চলে পাঁচটি নতুন জেলা তৈরি সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আজ এক এক্স বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা জানিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, জান্সকার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং নামে নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অমিত শাহ আরও জানিয়েছেন যে, একটি উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পাঁচটি নতুন জেলার সূচনা করতে চলেছেন। এটি লাদাখের মানুষের জন্য নয়া সুযোগ তৈরি করতে চলেছে। 

Narendra Modi Cabinet 3.0 | Prime Minister Narendra Modi will hold first  meeting on Monday with new Cabinet members dgtl - Anandabazar