মোদী সরকারের বাজেট: এটি মধ্যবিত্তের বিজয়, মানলেন বিরোধী নেত্রীও

কি বললেন বিরোধী নেত্রী?

author-image
Aniket
New Update
Priyanka Chaturvedi

File Picture

নিজস্ব সংবাদদাতা: মোদী সরকারের বাজেট প্রকাশের পরই এবার শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বড় মন্তব্য করলেন। তিনি মানলেন এটি মধ্যবিত্তের বিজয়।

তিনি বলেছেন, "এটি মধ্যবিত্তের বিজয়; মূলত তাদের (লোকসভা নির্বাচনে বিজেপি) ২৪০ আসনে সীমাবদ্ধ থাকার কারণে। গত 10 বছরে, মধ্যবিত্তদের এই দাবি ছিল - আজ তাদের কথা শোনা গেছে এবং তাই আমি এটিকে স্বাগত জানাই (১২ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোন আয়কর নেই)। দ্বিতীয় কথা, বিহারে প্রতি বছর নির্বাচন হতে পারে কিনা তা ভাবতে হবে"।