নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও সন্ত্রাসী হামলার কথা উঠে এল বিহারের সভাতেও। বিহারের মধুবনীতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসীরা দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। এই ঘটনার পর দেশ শোকাহত এবং বেদনায় ভুগছে। আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। সন্ত্রাসীদের রেহাই দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হবে তাৎপর্যপূর্ণ এবং কঠোর, যা এই সন্ত্রাসীরা কখনও কল্পনাও করেনি”।
/anm-bengali/media/media_files/2025/04/22/zjIF51xuXCfMr83fb9pM.webp)