নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে ফুঁসছে গোটা দেশ। প্রতিক্রিয়া আসছে বিভিন্ন দিক থেকে। এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বলেন, “নিরস্ত্র পর্যটকদের উপর আক্রমণ করে সন্ত্রাসীরা দেখাতে চায় যে তারা খুব বড় সন্ত্রাসী। তারা অত্যন্ত কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের উপযুক্ত জবাব দেবেন। দেশের সকল মানুষ প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় সরকারের সাথে দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় সরকার যে কোনও পদক্ষেপই গ্রহণ করুক না কেন, দেশের জনগণ তা সমর্থন করবে”।
/anm-bengali/media/media_files/2025/01/14/6zBMY1bPYl921PVCkB4k.JPG)