নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পারভানিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন বড় বার্তা।
তিনি বলেছেন, "মারাঠাওয়াড়ার পুরো এলাকাটাই চাষের। কালো তুলা, সয়াবিন ও জোয়ার বাজরা আয়ের গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু কংগ্রেস ও এমভিএ আপনার কষ্ট বুঝতে পারেনি। এই এলাকায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেচ। এনডিএ সরকারের সময়, জলযুক্ত শিবর প্রকল্প চালু হয়েছিল কিন্তু এমভিএ এই প্রকল্পটি বন্ধ করে দিয়েছে।"
f