নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর সৌদি আরব সফর শেষ করে দেশে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং তিনি আরব সাগর হয়ে সরাসরি ভারতের দিকে উড়ে আসেন।
/anm-bengali/media/media_files/2025/01/04/nOcxp4Ep0M6SOdqsxcnf.JPG)
সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে ওভারফ্লাইট ক্লিয়ারেন্সের প্রোটোকল ও অনুমতি নেওয়ার সময় নষ্ট না হয়। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিমান ‘ইন্ডিয়া ওয়ান’ যদি কোনও বিদেশি দেশের আকাশপথ ব্যবহার করে, তবে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু পাহালগামের ঘটনার পর দ্রুত দেশে ফেরার প্রয়োজনেই প্রধানমন্ত্রীর যাত্রাপথ বদলে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)
এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে, এই ধরনের সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিক্রিয়া হবে দ্রুত ও দৃঢ়।