‘ভিক্সিত ভারত যাত্রা’র তাৎপর্য বোঝালেন মোদি

'দেশের মানুষের মধ্যে ১ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi securit.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভিক্সিত ভারত নিয়ে ফের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিক্সিত ভারতের পাশাপাশি আয়ুষ্মান ভারত নিয়েও মুখ খুললেন মোদি। তুলে ধরলেন কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক কাজ।

এদিন মোদি বলেন, “ভিক্সিত ভারত যাত্রা শুরু হওয়ার পরে, উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য সাড়ে ৪ লক্ষ নতুন আবেদন গৃহীত হয়েছে। দেশের মানুষের মধ্যে ১ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্ডের আওতায় প্রায় ১ কোটি ২৫ লক্ষ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে”।

 

“আজকাল আয়ুষ্মান ভারত কার্ডের পাশাপাশি, এবিএইচএ কার্ডগুলিও দ্রুত গতিতে তৈরি করা হচ্ছে। কেননা মানুষ ‘আয়ুষ্মান ভারত হেলথ্‌ অ্যাকাউন্ট’-এর কার্ডগুলি সম্পর্কে সচেতন নয়। এই কার্ডটি মেডিকেল রিপোর্টের রেকর্ড রাখবে, ওষুধের প্রেসক্রিপশন, রক্তের গ্রুপের তথ্য এবং অন্যান্য বিবরণ তুলে ধরবে অনায়াসে। মানুষের জীবন আরও সহজ হয়ে যাবে”; এদিন এমনটাই বলেন মোদি।

 

hiren