নিজস্ব সংবাদদাতা: ন’মাসেরও বেশি সময় মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফেরার পথে নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এই মুহুর্তে প্রকাশ্যে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি, যেখানে তিনি সুনীতার প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও গর্বের অনুভূতি প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন, “আমরা ১৪০ কোটি ভারতীয় সবসময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করি। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। আপনার সুস্থতা ও সাফল্য কামনা করি। তিনি আরও জানান, মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে তাঁর বৈঠকে সুনীতার নাম উঠে এসেছিল। সেই প্রসঙ্গে মোদী লেখেন, “আপনার কৃতিত্ব নিয়ে আমরা কতটা গর্বিত, তা নিয়ে আলোচনা করেছি”।
/anm-bengali/media/media_files/2025/03/18/IbhCdHQbEFfN9vCO9eMo.jpg)
চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ভারতে আসার জন্য সুনীতাকে আমন্ত্রণও জানিয়েছেন। তিনি লেখেন, “ফিরে আসার পর আপনাকে ভারতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারতের জন্য তার সবচেয়ে খ্যাতিমান কন্যাদের এক জনকে আতিথ্য দেওয়া আমাদের কাছে আনন্দের বিষয়”।
চিঠিটি মোদী গত ১ মার্চ লিখেছিলেন, তবে এটি প্রকাশ্যে আসে সুনীতা স্পেসএক্সের ক্রু-৯-এ ওঠার পর। তাঁর এই চিঠি প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।