নিজস্ব সংবাদদাতা: জনসভায় ভাষণের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শেষ দফার ভোটের আগে কাশ্মীরের কাঠুয়ায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি। হঠাৎই অস্বস্তি বোধ করেন কংগ্রেস সভাপতি। তড়িঘড়ি ডাকা হয় চিকিৎসককে।
সেই সময় খাড়গে মোদির বিরুদ্ধেই সুর চড়াচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে বিষাদগার হচ্ছিলেন ভরা সভায়। আর সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। আর সেই অসুস্থ খাড়গেরই এবার খোঁজ নিলেন নরেন্দ্র মোদি। এদিন ফোন করে মল্লিকার্জুন খাড়গের খোঁজ খবর নেন মোদি। তাঁর স্বাস্থ্যের হাল হকিকত জানেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস সভাপতি দলীয় প্রার্থীর হয়ে জনসভায় ভাষণ দিচ্ছিলেন। আচমকা চোখ বুজে আসে তারা। আটকে যায় কথা। তিনি যে বেশ অস্বস্তিতে আছেন, সেটা বোঝা যাচ্ছিল। তড়িঘড়ি কংগ্রেস সভাপতির হাত ধরে ফেলেন দলের এক নেতা। কোনও রকমে নিরাপত্তারক্ষী এবং অন্য কংগ্রেস নেতারা তাঁকে ধরে চেয়ারে বসান।
একটু জল খেয়েই অবশ্য মঞ্চে ফেরেন খাড়গে। তারপর রসিকতার সুরে বলেন, “আমার বয়স ৮৩। তবে এত তাড়াতাড়ি মরছি না। মোদিকে গদি থেকে সরিয়ে তবেই মরব”। অথচ এতোকিছু বলার পর সেই মোদিই খোঁজ নিলেন মল্লিকার্জুন খাড়গের।