মোদির সাথে রাবণের তুলনা মুখ্যমন্ত্রীর

মোদির মন্তব্যের পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker - 2023-11-15T141309.465 (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকাল প্রধানমন্ত্রী মোদির গলায় শোনা গিয়েছিল 'মুর্খো কে সর্দার' তকমা। যা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দ্বিতীয় দফা নির্বাচনের আগে উত্তেজনা বাড়িয়েছে বিভিন্ন দলের অন্দরে। এদিন সেই বিবৃতির পালটা জবাব দেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী জনসাধারণকে মৌখিকভাবে গালি দিয়েছেন। মৌখিকভাবে আমাদের নেতাকে গালি দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে তিনি তার আগে কাউকেই মনে করছেন না। এই অহঙ্কার বোধ রাবণকে শেষ করে দিয়েছিল। মোদি তো কোন ছাড়। তাঁর অহঙ্কার তাঁকেও টিকতে দেবে না”।

 

hiren