নিজস্ব সংবাদদাতা: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-কে ‘ভারতরত্ন’ প্রদানের ঘোষণা গতকালই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার ২৪ ঘন্টা পেরতে না পেরতেই সেই বিষয় নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তর্জা। আজ এই ইস্যুতেই সরব রাজ্যসভা। এরই মধ্যে চৌধুরী চরণ সিং-এর সাথে তুলনা করা হল বর্তমান প্রধানমন্ত্রীর।
এদিন আরএলডি সাংসদ জয়ন্ত চৌধুরী বলেন, "আমি ১০ বছর ধরে বিরোধী দলে ছিলাম, আমি এই সভাকক্ষে রয়েছি বেশ কিছুদিন ধরে। তাই বর্তমান সরকারের কাজকে দেখেছি সামনে থেকে। আর তার থেকেই বুঝেছি এই সরকারের কাজের ধরণেও চৌধুরী চরণ সিংয়ের চিন্তাভাবনার আভাস পাওয়া যায়। যখন প্রধানমন্ত্রী মোদি গ্রামে শৌচাগারের সমস্যাগুলিকে চিন্তা করেন, যখন কেন্দ্র মহিলাদের ক্ষমতায়নকে বর্ণনা করে বিশ্বের দরবারে, যখন গ্রামে সচেতনতা তৈরি করা হয়, তখন আমি এই সব কাজের মধ্যে চৌধুরী চরণ সিং জির উদ্ধৃতি মনে করি। আসলে আমাদের প্রধানমন্ত্রীর মধ্যেই আমি চৌধুরী চরণ সিং জি-কে দেখতে পাই”।