নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রাক পুজো শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। আজ চলছে রামলালাকে মন্দির প্রাঙ্গণে আনার প্রক্রিয়া। চলছে নিয়ম মেনে একাধিক পুজো। এমন অবস্থায় রাম মন্দিরকে ঘিরে তৈরি হওয়া একাধিক ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল।
এদিন রাম মন্দির আন্দোলনের সংগ্রাম সম্পর্কে কামেশ্বর চৌপাল বলেন, “একটি সংগ্রাম ছিল যখন দেশটি ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল। স্বাধীনতার পরে, সংগ্রাম রক্তপাত দেখেছিল, নিরস্ত্র রাম ভক্তদের গুলি করা হয়েছিল এবং লাঠিচার্জ করা হয়েছিল। রাস্তা থেকে সংসদ পর্যন্ত লড়াই হয়েছিল। রাম মন্দির ঘিরে হওয়া সংগ্রাম এই সব কিছুর সাক্ষী। প্রধানমন্ত্রী মোদি ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার সাথে যুক্ত ছিলেন। তাঁর নেতৃত্বে ভারতীয় সংস্কৃতি পুনরুজ্জীবিত হচ্ছে। তিনি যখন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন থেকেই রাম মন্দিরের সংগ্রামের সাথে যুক্ত। তিনি শৈশব থেকেই ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের জন্য কাজ করে আসছেন। এল কে আডবাণি যখন সোমনাথ থেকে রথযাত্রা করেছিলেন, তখন প্রধানমন্ত্রী মোদি ছিলেন তাঁর 'সারথি'। আর আজ তাঁর হাতেই হতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা”।