নিজস্ব সংবাদদাতাঃ চলতি সপ্তাহেই জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। তারপরেই তা আসবে ধেয়ে। কিন্তু কোন দেশে প্রথম হানবে আঘাত, তারপরে কোথায় এগোবে এই নিয়ে মৌসম ভবন ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে (Andaman Sea) ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে, এমনটাই অনুমান। তারপর বদলে যাবে পথ। বাঁক নিয়ে তা উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে নাকি এগোবে। তবে ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও বলা যাচ্ছে না।
চাইলে আপনি নিজেই ঝড়ের গতিবিধি (Routemap) দেখতে পারবেন। বেশ কিছু ‘সাইক্লোন ট্র্যাকার’ রয়েছে (Cyclone Tracker) যার মধ্যে জনপ্রিয় হলো ‘জুম আর্থ’। স্মার্টফোনে রেনভিউয়ার অ্যাপ (Rainviewer App) ডাউনলোড করলেই জানা যাবে। এছাড়া ‘সাইক্লোকেন ডট কম’ নামে আরও একটি ওয়েবসাইট রয়েছে যেখানে ক্লিক করলে মোচা সম্পর্কে তথ্য পাবেন। ‘রেনভিউয়ার ডট কম’ নামে আরও একটি ওয়েবসাইট রয়েছে যেখানে ঘূর্ণিঝড়ের গতিবিধির আপডেট সম্পর্কে জানতে পারেন।