নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় (Cyclone) মোচা (Mocha) নিয়ে রয়েছে জল্পনা। ঠিক কোথায় ঘুর্নিঝড় আছড়ে পড়তে পারে সেটা এখনও জানা যায়নি। তৈরি হয়নি ঘূর্ণিঝড়। তবে ৮ মে থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানা গিয়েছে, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে আন্দামানে ভারী বৃষ্টি শুরু হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে। ১২ তারিখ থেকে গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।