ALERT: ২ ঘণ্টা...বিচ্ছিন্ন হবে আপনার মোবাইল পরিষেবা!

মোবাইল ব্যবহার করেন তো? সাবধান। কারণ এবার আপনার মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন য়ে যেতে পারে। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি পড়ে নিন এই লিঙ্কে ক্লিক করে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mobile

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যত দিন যাচ্ছে, ততই বাড়ছে প্রতারণার নানা ছক। প্রতারকদের অতিষ্টে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। নিত্যদিনই কোনও না কোনও নতুন প্রতারণা প্ল্যান করছে প্রতারকরা। অজান্তেই সেই ফাঁদে পা দিয়ে বিপদে পড়তে হচ্ছে অনেককেই। সেইসব প্রতারকদের থেকে ফের সাবধান থাকার বার্তা দিল কেন্দ্র সরকার।

সম্প্রতি প্রতারকরা প্রতারণার নতুন পন্থা বের করেছে আপনাকে লুটে নেওয়ার জন্য। অচেনা নম্বর থেকে ফোন করে প্রতারকরা মানুষকে ভয় দেখাচ্ছে। ফোনের ওপার থেকে দাবি করা হচ্ছে যে কিছু নির্দিষ্ট শর্ত যদি না মানেন তো ২ ঘণ্টার মধ্যে আপনার মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এমনভাবে বলা হচ্ছে, অনেকেই প্রতারকদের জালে পা দিয়ে ফেলছেন কিছু না ভেবেই। এমন ফোন এলে অবিলম্বে জাতীয় সাইবার ক্রাইম পোর্টাল www.cybercrime.gov.in এ জানানোর পরমার্শ দেওয়া হয়েছে। যদি কোনওভাবে আপনিও প্রতারণার শিকার হন, তবে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।

hiring.jpg