নিজস্ব সংবাদদাতাঃ রবিবার মহীশূরে রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি লক্ষ্য করে একটি মোবাইল ফোন নিক্ষেপ করা হয়। রবিবার মহীশূরে প্রধানমন্ত্রী মোদীর মেগা রোড শো চলাকালীন এই ঘটনা ঘটে। এই ঘটনার বিষয়ে এডিজিপি আইন-শৃঙ্খলা অলোক কুমার বলেন, "যে ব্যক্তি প্রধানমন্ত্রীর গাড়িতে ফোন ছুঁড়ে মারে তার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না এবং উত্তেজনায় ফোন নিক্ষেপ করা হয়েছিল। প্রধানমন্ত্রী এসপিজির সুরক্ষায় ছিলেন। ফোনটি এক বিজেপি কর্মীর। আমরা ওই ব্যক্তিকে খুঁজে পেয়েছি, ফোনটি এসপিজি কর্তৃক ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "মহীশূরের কেআর সার্কেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো চলাকালীন যে ব্যক্তি ফোন ছুঁড়েছিলেন, তাকে সোমবার (১ মে) সকালে বিবৃতি দেওয়ার জন্য ডাকা হয়েছে।"