নিজস্ব সংবাদদাতা: মিজোরামের রাজনীতিতে পালাবদল ঘটেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডপিএম নেতা লালদুহোমা। আর দায়িত্বভার গ্রহণ করতেই বিতর্কে জড়ালেন নব্য মুখ্যমন্ত্রী। তুলে আনলেন মণিপুর ইস্যু। আর তাতেই করলেন বিতর্কিত মন্তব্য। এবার সেই মন্তব্য ঘিরে তোলপাড় উত্তর-পূর্ব ভারতের রাজনীতি।
এদিন সেই সংক্রান্ত বিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, “মণিপুরে যা কিছু ঘটেছে তা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের বেশিরভাগ প্রতিবেশী সহকর্মীরা আমাদের ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং এখানে শান্তি ফিরিয়ে আনার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু, দুর্ভাগ্যবশত মিজোরামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর মন্তব্য মোটেই ভালোভাবে নেওয়া যায় না। এটা সংবিধানের বাইরে কারণ এটা মণিপুর সরকারের অভ্যন্তরীণ বিষয়। মোরেতে কী ঘটছে তা তিনি জানেন না। সেখানে কুকি, নাগা, মেইতেই এবং মেইতি-পাঙ্গল সহ বহু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তার কাছে আমার আন্তরিক আবেদন, দয়া করে জাতি ও সম্প্রদায় নির্বিশেষে শান্তি পুনরুদ্ধারে আমাদের সাহায্য করুন। ভুল মন্তব্য করবেন না। মিজোরামে যখন ব্রু সমস্যাটি হয়েছিল তখন আমি কখনই মন্তব্য করিনি, তাই দয়া করে প্রার্থনা করুন এবং সাহায্য করুন যাতে আমরা মণিপুরে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারি”।