মণিপুরের উপজাতিদের সমর্থন BJP-র

মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে বড় দাবি করা হয়েছে বিজেপির (BJP) পক্ষ থেকে। কুকি বিধায়কদের দাবি যুক্তিযুক্ত বলে মনে করছে মিজোরাম (Mizoram) বিজেপি। সেই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করা হচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে।

author-image
Pritam Santra
New Update
bjps.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে বড় দাবি করা হয়েছে বিজেপির (BJP) পক্ষ থেকে। কুকি বিধায়কদের দাবি যুক্তিযুক্ত বলে মনে করছে মিজোরাম (Mizoram) বিজেপি। সেই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করা হচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে। মেইটি সম্প্রদায় এবং সেখানকার আদিবাসীদের মধ্যে বিরোধের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের পরিস্থিতি।  পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন।  মণিপুরে কুকি সম্প্রদায়ের ১০ জন বিধায়কের দাবি, চিন, কুকি, মিজো, যোমি, হামার সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে টানাপোড়ের জেরে রাজ্যের পরিস্থিতি ক্রমেই টালমাটাল হয়েছে।