নিজস্ব সংবাদদাতা : ফের উত্তর প্রদেশে এনকাউন্টার করা হল এক কুখ্যাত দুষ্কৃতীকে। আজ সকালেই উত্তর প্রদেশের মথুরায় এনকাউন্টার করা হয় ফাতি ওরফে ক্লিন নামের এক কুখ্যাত দুষ্কৃতীকে। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল ফাতি। তার মাথার দাম ছিল প্রায় ১ লক্ষ টাকা। আজ পুলিশের এনকাউন্টারে নিহত হল এই কুখ্যাত অপরাধী। এই এনকাউন্টারকে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2024/10/22/T86EBP0NAwvcdJJjorsJ.jpg)
প্রশাসন জানিয়েছে, ''সংগঠিত অপরাধ নির্মূলের প্রচেষ্টা আরও জোরদার করা হবে এবং মথুরা অঞ্চলে নজরদারি আরও বাড়ানো হয়েছে।'' এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।