নিজস্ব সংবাদদাতাঃ বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত আরজেডি সাংসদ মিসা ভারতী বলেন, "আমি শুভেচ্ছা জানাই যে মোদীজি সরকার গঠন করতে চলেছেন, কিন্তু দেশের মানুষ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। আমার মনে হয় ওঁকে (রাহুল গাঁধী) লোকসভায় লোকপঞ্জি হওয়ার সুযোগ দেওয়া উচিত।"
/anm-bengali/media/media_files/VZELhlM8KMEGbGEV5Q8n.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)