নিজস্ব সংবাদদাতা : নভেম্বরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নাবালিকা ধর্ষণের ঘটনা বাড় ধাক্কা দিল রাজ্য সরকাররে। বিরোধীদের হাতে এখন মোক্ষম অস্ত্র। নির্বাচনের প্রেক্ষাপটে চলছে চাঁচাছোলা আক্রমণ। প্রসঙ্গত, কংগ্রেস শাসিত রাজস্থানে, জয়পুরের রাজসমন্দে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ঘটনাকেই এবার অস্ত্র করলো বিজেপি। অশোক গেহলটের ওপর ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "আজ রাজস্থান মহিলাদের শোষণের ক্ষেত্রে এক নম্বরে পরিণত হয়েছে। কারণ অশোক গেহলটের সরকার ধর্ষক এবং অপরাধীদের বাঁচায়। মেয়েটি এবং তার পরিবার যখন পুলিশের কাছে বিচারের জন্য যায়, তখন এটি প্রকাশ্যে আসে যে অভিযুক্তরা কংগ্রেস দলের সাথে জড়িত বলে বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের মনোভাব নতুন নয়। এরকম অনেক ঘটনা ঘটেছে। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা কখনও কোনো ভিকটিমকে দেখতে যাননি। আজ রাজস্থান ও দেশ লজ্জিত।"