নিজস্ব সংবাদদাতা: দু'মাস ধরে লাগাতার যোগীরাজ্যে নাবালিকাকে গণধর্ষণ। ২ জানুয়ারি, ১৪ বছরের নাবালিকাকে তুলে নিয়ে যায় চার অভিযুক্ত। ঘরে তালা বন্ধ করে রাখা হয় নির্যাতিতাকে৷ সেই সঙ্গে লাগাতার ধর্ষণ ৷ দলিত ওই নাবালিকার হাতে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ হাতে অ্যাসিড দিয়ে লেখা হয় 'ওম' ৷
আরও জানা হয়েছে, ওই নাবালিকার হাতে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত সলমন, জুবের, রশিদ, আরিফরা ৷ এমনকী জোর করে মাংস খাওয়ানো হয় তাঁকে। দিনকয়েক আগে কোনওরকমে পালিয়ে আসে ওই নায়িকা। তারপরই নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয় ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১৷
/anm-bengali/media/media_files/1000061381.jpg)