দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ঘাটিতে চীন ও ফিলিপাইনের প্রতিদ্বন্দ্বী পতাকা উত্তোলন! বাড়ছে উত্তেজনা
BREAKING: "আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী"- আর্তনাদ চাকরিহারার!
পুষ্পস্তবক অর্পণ করলেন মুখ্যমন্ত্রী?
বড় সাফল্য পুলিশের
কিছু লোক সরকারের বিরোধিতা করার পাশাপাশি দেশের বিরোধিতা শুরু করেছে, যারা নিরীহ মানুষের রক্তপাত করেছে এবং এর জন্য দায়ী, আমরা তাদের জল দেব না- এবার সোজা বক্তব্য
BREAKING: জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে কি করা উচিত? উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী
BREAKING: "আমার রাজনীতি এতই সস্তা?" রাজ্যের দাবি আর করবেন না এই মুখ্যমন্ত্রী
BREAKING : সন্ত্রাসীদের কাছে সময় থাকে না ধর্ম জিজ্ঞেস করার ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তীওয়ার
BREAKING: জম্মু ও কাশ্মীর বিধানসভায় পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা প্রস্তাব পাশ!

দু'মাস ধরে নাবালিকাকে লাগাতার গণধর্ষণ, খাওয়ানো হল গোমাংস

গত ২ জানুয়ারি ১৪ বছরের ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে সলমন, জুবের, রশিদ, আরিফ ৷ তারপর তাঁর হাতে অ্যাসিড ঢালা হয় ৷ খাওয়ানো হয় গোমাংস!

author-image
Jaita Chowdhury
New Update
rape

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দু'মাস ধরে লাগাতার যোগীরাজ্যে নাবালিকাকে গণধর্ষণ। ২ জানুয়ারি, ১৪ বছরের নাবালিকাকে তুলে নিয়ে যায় চার অভিযুক্ত। ঘরে তালা বন্ধ করে রাখা হয় নির্যাতিতাকে৷ সেই সঙ্গে লাগাতার ধর্ষণ ৷ দলিত ওই নাবালিকার হাতে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ হাতে অ্যাসিড দিয়ে লেখা হয় 'ওম' ৷

আরও জানা হয়েছে, ওই নাবালিকার হাতে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত সলমন, জুবের, রশিদ, আরিফরা ৷ এমনকী জোর করে মাংস খাওয়ানো হয় তাঁকে। দিনকয়েক আগে কোনওরকমে পালিয়ে আসে ওই নায়িকা। তারপরই নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয় ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১৷

Rape