৫ বছরের জন্য নিষিদ্ধ! এই দলগুলির ওপর কোপ দিল মোদী

একের পর এক দলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র।

author-image
SWETA MITRA
New Update
modi shaha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ সোমবার মেইতেই চরমপন্থী সংগঠনগুলি যেমন পিপলস লিবারেশন আর্মি (PLA) এবং এর রাজনৈতিক শাখা, বিপ্লবী পিপলস ফ্রন্ট (RPF), ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (UNLF) এবং এর সশস্ত্র শাখা মণিপুর পিপলস আর্মি (MPA)-কে অবৈধ সংগঠন হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৫ বছর অবধি এই সংগঠনগুলির অবধি নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এছাড়া এমএইচএ আজ পিপলস রেভল্যুশনারি পার্টি অফ কাংলেইপাক (পিআরইপিএসি) এবং এর সশস্ত্র শাখা, রেড আর্মি, কাংলেইপাক কমিউনিস্ট পার্টি এবং এর সশস্ত্র শাখা রেড আর্মি, কাংলেই ইয়াওল কানবা লুপ, সমন্বয় কমিটি এবং অ্যালায়েন্স ফর সোশ্যালিস্ট ইউনিটি কাংলেইপাক সহ তাদের সমস্ত দল, উইং এবং ফ্রন্ট সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য অবৈধ সংগঠন হিসাবে ঘোষণা করেছে।