নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় একটি খবর, যেখানে দাবি করা হয়েছে যে ২,০০০ টাকার বেশি ইউপিআই (UPI) লেনদেনে এবার থেকে দিতে হবে অতিরিক্ত জিএসটি (GST)। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই বড় বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
/anm-bengali/media/media_files/2025/04/18/5ApckWc8w7Gp3uPDsWUC.png)
আজ এই বিষয়ে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সম্প্রতি ২,০০০ টাকার বেশি ইউপিআই(UPI) লেনদেনের ওপর পণ্য ও পরিষেবা কর (GST)) আরোপের যে দাবি উঠেছে, তা সম্পূর্ণ ভুয়ো, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, বর্তমানে এই ধরনের কোনও প্রস্তাব কেন্দ্রীয় সরকার বিবেচনা করেনি।