১২টি সুখোই বিমান! প্রতিরক্ষা ক্ষেত্রে আলোড়ন

সুখোই বিমানের সংখ্যা বাড়াচ্ছে ভারত! দেশী উৎপাদন! প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন। বিশেষ ব্যবস্থা। আরো আধুনিক। প্রযুক্তিও আরো উন্নত।

author-image
Pallabi Sanyal
New Update
adswaq

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর (IAF) জন্য ১২টি সুখোই ৩০ এমকেআই বিমান সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে।বিমানটি ভারতে তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ১১০০০ কোটি টাকার এই প্রকল্পে বিমান এবং সংশ্লিষ্ট গ্রাউন্ড সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।বিমানে প্রয়োজন অনুযায়ী ৬০ শতাংশের বেশি দেশীয় সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে।উল্লেখযোগ্য, এই বিমানগুলি ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে আধুনিকসুখোই ৩০ এমকেআই বিমান হবে যা একাধিক ভারতীয় অস্ত্র এবং সেন্সর দিয়ে সজ্জিত বলে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।