নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২০২৪ সালের ২৬ জানুয়ারি নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পাঠানো ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। শুধুমাত্র তাই নয়, পাঞ্জাবেরও অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) সূত্রে জানা যাচ্ছে। এদিকে দুই রাজ্যই বৈষম্যের অভিযোগ তুলেছে। যদিও এবার সরাসরি জবাব দিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ট্যাবলো নির্বাচন নিয়ে বৈষম্যের বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘বিশেষজ্ঞ কমিটির প্রথম তিন দফা বৈঠকে পাঞ্জাবের ট্যাবলো প্রস্তাব বিবেচনা করা হয়েছিল। তৃতীয় দফার বৈঠকের পরে, এই বছরের ট্যাবলোর বিস্তৃত থিমগুলির সাথে সামঞ্জস্য না করার জন্য বিশেষজ্ঞ কমিটি আরও বিবেচনার জন্য পাঞ্জাবের ট্যাবলোটি এগিয়ে নিয়ে যেতে পারেনি। বিশেষজ্ঞ কমিটির প্রথম দুই দফা বৈঠকে পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রস্তাব বিবেচনা করা হয়েছিল। দ্বিতীয় দফার বৈঠকের পর এ বছরের ট্যাবলোর বিস্তৃত থিমের সঙ্গে সামঞ্জস্য না থাকায় বিশেষজ্ঞ কমিটি পশ্চিমবঙ্গের ট্যাবলোটি আরও বিবেচনার জন্য এগিয়ে নিতে পারেনি।‘