নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে এবং ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে যেন কাজ শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তাঁদের এই কাজের ফলস্বরূপ, বিভিন্ন জায়গায় চলছে ইডির অভিযান। গোবিন্দ সিং দোতাসরার বাড়িতে আজ চলছে ইডির অভিযান। একই সাথে অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটকেও ইডি তলব করছে। তবে এই বিষয়টিকে বিজেপি বিরোধীরা কেউই ভালো চোখে দেখছেন না। কেন্দ্রকে নিশানা করতে ছাড়ছেন না তারা।
এদিন রাজস্থানের মন্ত্রী মহেশ যোশি বলেন, "আমি এর নিন্দা জানাই। এতে বোঝা যাচ্ছে বিজেপি ভয় পেয়েছে। এটি ইডি-র অপব্যবহার। যেখানেই নির্বাচন হবে সেখানে তারা ইডি-র অপব্যবহার করবে। আমি ইডি অফিসারদের বলতে চাই এত চাপের মধ্যে না আসতে এবং তারা যে সংস্থার একটি অংশ তার সুনাম বজায় রাখতে, যাতে লোকেরা তাদের বিশ্বাস করে”।