নিজস্ব সংবাদদাতাঃ আপ নেতাদের সঙ্গে বিজেপির যোগাযোগের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী অতিশী বলেন, "বিজেপি 'অপারেশন লোটাস ২.০' শুরু করেছে এবং দিল্লিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আপ সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির তরফে আপের ৭ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ তাঁদের বলা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে শীঘ্রই গ্রেফতার করা হবে। তারপর আপ বিধায়কদের আলাদা করা হবে। তারা আমাদের ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে, যাদের ব্যবহার করে তারা দিল্লি সরকারকে ফেলে দিতে চাই। ওই সাত বিধায়কের প্রত্যেককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যে সব রাজ্যে বিজেপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, সেখানে ক্ষমতায় আসার জন্য বিজেপি যে কৌশল ব্যবহার করে, তা হল অপারেশন লোটাস। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ তার উদাহরণ।"