নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) ঘোষণা করেছে যে আরও ৯৭টি LCA তেজস মার্ক 1A যুদ্ধবিমান কিনতে যাচ্ছে দেশ। আর সেগুলি ২০২৫ সালের মধ্যে MiG-21-এ প্রতিস্থাপিত হবে। MiG-21, যা ভারতীয় বিমানের সাথে পরিষেবাতে রয়েছে ৬০ বছরেরও বেশি সময় ধরে, তাঁকেই এবার বিশ্রাম দেবে ভারতীয় বায়ুসেনা।
এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেন, "আমাদের অঞ্চলের অনিশ্চিত ভূ-রাজনৈতিক ল্যান্ডস্কেপের কারণে, শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য সামরিক বাহিনী থাকা অপরিহার্য হয়ে উঠেছে৷ ভারতীয় বিমান বাহিনী, তার অন্তর্নিহিত ক্ষমতা সহ দূরদৃষ্টি সম্পন্ন, সবচেয়ে দ্রুত পৌঁছানো এবং সবচেয়ে কঠিন আঘাত হানা – এই ধরনের চ্যালেঞ্জগুলি পূরণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর ভারতীয় বায়ুসেনা সেই লক্ষ্যে অবিচল”।