নিজস্ব সংবাদদাতাঃ এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটি জোশীমঠের জন্য ১৬৫৮.১৭ কোটি টাকার পুনরুদ্ধার ও পুনর্গঠন (আর অ্যান্ড আর) পরিকল্পনা অনুমোদন করেছে। এই গবেষণা ও পুনর্বাসন পরিকল্পনার আওতায়, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের (এনডিআরএফ) পুনরুদ্ধার ও পুনর্গঠন উইন্ডো থেকে ১০৭৯.৯৬ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হবে। রাজ্য সরকার রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল (এসডিআরএফ) থেকে ত্রাণ সহায়তার জন্য ১২৬.৪১ কোটি টাকা দেবে এবং রাজ্য বাজেট থেকে ৪৫১.৮০ কোটি টাকা দেবে, যার মধ্যে ৯১.৮২ কোটি টাকার পুনর্বাসনের জন্য জমি অধিগ্রহণ ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।