নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার সদস্য মহম্মদ কাসিম গুজ্জরকে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সূত্রে খবর, বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারী গুজ্জরকে কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেয়।