নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির একটি সমাধি স্থাপনের জন্য "রাষ্ট্রীয় স্মৃতি" কমপ্লেক্সের (রাজঘাট প্রদেশের একটি অংশ) মধ্যে একটি মনোনীত স্থান নির্ধারণের অনুমোদন দিয়েছে৷ এই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখার্জি বলেছেন, "পরিবার, পশ্চিমবঙ্গ, কংগ্রেস এবং অন্যান্যদের জন্য এটি একটি দুর্দান্ত দিন। প্রণব মুখোপাধ্যায়কে সকলেই পছন্দ করতেন। আমিও প্রণব মুখোপাধ্যায়ের জন্য পশ্চিমবঙ্গে কিছু একটা করতে চাই। আমি তাঁকে (প্রধানমন্ত্রী মোদীকে) ধন্যবাদ পত্র পাঠাবো। আমি খুবই খুশি যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন রাষ্ট্রপতির মতো কংগ্রেস নেতারা প্রণব মুখোপাধ্যায় দল ও সরকারের স্বীকৃতি পাচ্ছেন।"