অস্ত্র সমর্পন করলেন মেইতেই সংগঠনের সদস্যরা ! শান্তির পথে মণিপুর

রাজ্যে চলমান অশান্তি ও সংঘাত নিরসনের লক্ষ্যে এই অস্ত্র সমর্পণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
MEITEI

নিজস্ব সংবাদদাতা : গত ২৫শে ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে বৈঠক করেন মেইতেই সংগঠন 'আরামবাই তেংগোল'-এর সদস্যরা। আর এই বৈঠকের পরেই আজ নিজেদের সমস্ত অস্ত্র সমর্পন করে দেন এই সংগঠনের সদস্যরা। এরফলে খুব শীঘ্রই মণিপুরে আবার শান্তি প্রতিষ্ঠা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।