নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ জানা গিয়েছে, যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত সাংসদ প্রজ্জ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য কর্নাটক সরকারের চিঠি খতিয়ে দেখছে বিদেশ মন্ত্রক।
সূত্রে খবর, মঙ্গলবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে হাসান সাংসদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য সরকার। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাংসদ প্রজ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য কর্নাটক সরকারের কাছ থেকে চিঠি পেয়েছে বিদেশমন্ত্রক। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।