চিকিৎসকের ধর্ষণ-হত্যা! ধর্মীয় ও রাজনৈতিক রং দিতে ব্যস্ত তৃণমূল! সরব মায়াবতী

বিএসপি প্রধান মায়াবতী টুইট করে বলেছেন, বাংলায় মহিলা চিকিৎসকের ধর্ষণ-হত্যার জঘন্যতায় গোটা দেশ উদ্বিগ্ন, ক্ষুব্ধ।

author-image
Probha Rani Das
New Update
MAYAWATI hj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিএসপি প্রধান মায়াবতী টুইট করে বলেছেন, “বাংলায় মহিলা চিকিৎসকের ধর্ষণ-হত্যার জঘন্যতায় গোটা দেশ উদ্বিগ্ন, ক্ষুব্ধ। অথচ তৃণমূল সরকার একে রক্ষায় ধর্মীয় ও রাজনৈতিক রং দিতে ব্যস্ত, অন্যদিকে বিরোধীরাও এই বিষয়েও কম নয়। এ অবস্থায় দোষীদের কঠোর শাস্তি এবং কীভাবে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে তা জরুরি।

mayawati.jpg

তাই এক্ষেত্রে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্ষতিপূরণ ও বিচার না নেওয়ার কথা বলেছে নির্যাতিতার পরিবার, তাদের কষ্ট এবং ঘটনার বিচার দাবি নিয়ে সবাইকে সিরিয়াস হতে হবে।

mayawati edit .jpg

এ ঘটনা নিয়ে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের চলাফেরাও সঠিক, যা সমর্থনযোগ্য, তবে এই সময়ে দরিদ্র রোগীদের চিকিৎসার দিকে নজর দিলে তা সমীচীন হবে। পাশাপাশি হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তার দিকেও সরকারের বিশেষ খেয়াল রাখতে হবে।”