নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতা এবং অত্যাচারের পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। এবার এই বিষয় নিয়ে সরব হয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী।
তিনি বলেছেন, “জাতি-বর্ণ নির্বিশেষে বাংলাদেশে বসবাসরত হিন্দু সমাজ ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর গত কয়েকদিন ধরে যে সহিংসতা চলছে তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। কেন্দ্রীয় সরকারের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া, অন্যথায় তাদের খুব বেশি ক্ষতি হবে না।”
बांग्लादेश में रह रहे हिन्दू समाज व अन्य अल्पसंख्यक चाहे वो किसी भी जाति व वर्ग के हों उन पर पिछले कुछ दिनों से हो रही हिंसा अति-दुःखद एवं चिन्तनीय। इस मामले को केन्द्र सरकार गम्भीरता से ले व उचित कदम उठाये, वरना इनका ज्यादा नुकसान ना हो जाये।