গ্যাংস্টারের মৃত্যুতে ১৪৪ ধারা লাগু, কড়া নিরাপত্তা মোতায়েন, বড় বার্তা এসপির

হৃদরোগে আক্রান্ত হয়ে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির মৃত্যু প্রসঙ্গে টুইট করে মন্তব্য করেছেন লখনউয়ের মৌয়ের এসপি।

author-image
Probha Rani Das
New Update
spmouu1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হৃদরোগে আক্রান্ত হয়ে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির মৃত্যু প্রসঙ্গে মৌয়ের এসপি বলেন, “সিআরপিসি ধারা ১৪৪ ইতিমধ্যেই কার্যকর রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো কোনও গুজবে কান না দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করা হচ্ছে। যেহেতু আজ জুম্মার নামাজ পড়া হবে, তাই জেলার সব স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। পরিস্থিতি শান্তিপূর্ণ, কোনো সমস্যা নেই।

spmouu.jpg

Add 1