নবরাত্রির অষ্টম দিনে ফুল সজ্জিত মাতা বৈষ্ণো দেবীর মন্দির

বৈষ্ণো দেবী মন্দির , যাকে শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দির এবং বৈষ্ণো দেবী ভবনও বলা হয়। এটি একটি হিন্দু মন্দির যা দেবী বৈষ্ণো দেবীকে উৎসর্গ করা হয়েছে , যা পরম দেবী আদিশক্তির অন্যতম প্রধান রূপ।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নবরাত্রির অষ্টম দিন শুরু হয়েছে। সারা ভারতেই ধুমধামের সাথে পালন করা হয় এই দিন। জম্মু কাশ্মীরের কাটরাতে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরেও মহা আয়োজন চলছে। ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। বহু ভক্তের আনাগোনা হয় সেই মন্দিরে। 

hiring.jpg

আসুন দেখে নিন এক ঝলক। 

hiring 2.jpeg