নিজস্ব সংবাদদাতাঃ নবরাত্রির অষ্টম দিন শুরু হয়েছে। সারা ভারতেই ধুমধামের সাথে পালন করা হয় এই দিন। জম্মু কাশ্মীরের কাটরাতে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরেও মহা আয়োজন চলছে। ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। বহু ভক্তের আনাগোনা হয় সেই মন্দিরে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
আসুন দেখে নিন এক ঝলক।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)