নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ বিএসএফের ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল জানিয়েছেন, 'ছত্তিশগড়ে নকশাল ও বিএসএফের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ জন।' এএনএম নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় আগরওয়াল জানিয়েছেন, ঘন জঙ্গলে অভিযান চলছে।
তিনি বলেন, "আমরা ২৯টি মৃতদেহ এবং বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছি। আরও নকশালপন্থীদের হতাহতের ঘটনা ঘটতে পারে। সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় এনকাউন্টার।"
ঘটনাচক্রে, বিএসএফ ক্র্যাক নকশাল বিরোধী কমান্ডো এবং ছত্তিশগড় পুলিশের ডিআরজির একটি যৌথ দল তিন ঘন্টা ধরে এই অভিযান চালায়।